Home » মাদারীপুরের ডাসারে ৫৫ লাখ টাকার স্বর্ণ চুরি মামলায় স্বামী-স্ত্রী কারাগারে

মাদারীপুরের ডাসারে ৫৫ লাখ টাকার স্বর্ণ চুরি মামলায় স্বামী-স্ত্রী কারাগারে

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বুধবার (১৩ আগস্ট) বিকেলে পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের মলরাম সিংহের ছেলে হৃদয় সিংহ (৩৫) এবং তার স্ত্রী মৌসুমী সরকার (৩০)।
 
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ডাসার ইউনিয়নের পূর্ব দর্শনা গ্রামের নিত্যানন্দ দে’র বসতঘরের তালা ভেঙে স্বর্ণালংকারসহ মালামাল চুরি করে একটি সংঘবদ্ধ চোরচক্র। চুরিকৃত স্বর্ণালংকারের মূল্য ধরা হয়েছে প্রায় ৫৪ লাখ ৪০ হাজার টাকা।
এই ঘটনায় ভুক্তভোগী নিত্যানন্দ দে মঙ্গলবার ডাসার থানায় মামলা দায়ের করেন। মামলার পরদিন রাতে পুলিশ ধামুসা গ্রামে অভিযান চালিয়ে হৃদয় সিংহ ও তার স্ত্রী মৌসুমী সরকারকে গ্রেফতার করে।
 
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া কিছু স্বর্ণালংকার উদ্ধার করে। তবে এখনও বেশিরভাগ মালামাল উদ্ধার হয়নি।
 
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে, বাকি উদ্ধার অভিযান চলছে।’
সূত্রঃ সময় টিভি

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন