তৃণমূলের সংবাদ ডেস্ক ✍️
মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে টানা তৃতীয় সপ্তাহেও বিক্ষোভ চলছে। রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দুর্নীতি, দারিদ্র্য ও বিদ্যুৎ-পানির ঘাটতির প্রতিবাদে রাস্তায় নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
‘জেনারেশন জেড’ নামে তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন এখন প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে রূপ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এটিই দেশটির সবচেয়ে বড় গণআন্দোলন হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভের শুরু থেকে অন্তত ২২ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট রাজোয়েলিনা জানিয়েছেন, তিনি সংলাপের জন্য প্রস্তুত, তবে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।
বহু প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও মাদাগাস্কার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। ক্রমবর্ধমান জনরোষে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।