বিশেষ প্রতিবেদকঃ
গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে যমুনা সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোমিন ফয়সাল, সদস্য সচিব ইউসুফ আলী, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহরাওয়ার্দী হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এম আই মনি ও উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব হাসমত সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যমুনা সেতু পশ্চিমপাড় গোলচত্বরে এ অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। প্রায় আধা ঘন্টা অবরোধে সেতুর উভয়প্রান্তে যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় অবরোধ তুলে নেয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অবরোধ তুলে নেয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
8
পূর্ববর্তী পোস্ট