Home » ভারত ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে

ভারত ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক

ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আত্মসমর্পণ করেছেন ব্রেন্ডন কিং ও শাই হোপেরা। ফলে আহমেদাবাদ টেস্টে ভারতের জয় নিশ্চিত হয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শুবমান গিলের দল।

ঘরের স্পিন সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জেতা কোনো চমক ছিল না। শুবমানদের বোলিং আক্রমণের সামনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা প্রতিহত করতে পারেননি।

banner

ম্যাচের তৃতীয় দিন ভারতের ব্যাটিং হয়নি। শুক্রবার ভারতীয় অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে ৫ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করা হয়। ২৮৬ রানে এগিয়ে থেকে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠানো হয়।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির কোনো ব্যাটারই দলকে ভরসা দিতে পারেননি। ব্যতিক্রম অ্যাথানাজের ৩৮ রানের ইনিংস। দ্রুত আউট হন দুই ওপেনার জন ক্যাম্পবেল (১৪) ও তেজনারাইন চন্দরপল (৮)। এরপর ক্রমশ কিং (৫), চেজ (১) ও হোপেরা (১) আউট হন। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের স্পিনে তারা সহজে খেলা চালাতে পারেননি।

অ্যাথানাজকে ওয়াশিংটন সুন্দর আউট করার পর ভারতের জয় সময়ের অপেক্ষা মাত্র ছিল। পরের ওভারেই সিরাজ গ্রেভস (২৫) ও ওয়ারিকান (০) আউট করে দ্বিতীয় ইনিংস শেষ করে।

ভারতের সফলতম বোলার ছিলেন জাদেজা, ৫৪ রানে ৪ উইকেট নেন। সিরাজ ৩১ রানে ৩ উইকেট, কুলদীপ ২৩ রানে ২ উইকেট এবং ওয়াশিংটন ১৮ রানে ১ উইকেট নেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন