Home » ভারতের ম্যাচ থেকে যে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

ভারতের ম্যাচ থেকে যে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

ভারতের বিপক্ষে হারের পরও কিছু ইতিবাচক শিক্ষা পেয়েছে বাংলাদেশ। সেই শিক্ষা নিয়েই আজ সুপার ফোরের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালে কে যাবে ভারতের সঙ্গে।

ভারতের বিপক্ষে সবচেয়ে বড় আফসোস অভিষেক শর্মার জীবন দান। মাত্র ৭ রানে ক্যাচ ছাড়ার পর তিনি খেলেন ৭৫ রানের বিধ্বংসী ইনিংস। এই ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তবে এরপরও মুস্তাফিজ, রিশাদ ও তানজিমরা দারুণ বোলিংয়ে ভারতকে ১৬৮ রানে থামান। শেষ ৯ ওভারে মাত্র ৫৬ রান করতে ৪ উইকেট হারায় ভারত, এটা নিঃসন্দেহে অসাধারণ বোলিংয়েরই দৃষ্টান্ত। ব্যাটিংয়েও সাইফ হাসানের লড়াকু ফিফটি আশা জাগালেও নিয়মিত উইকেট হারানো দলকে ধসিয়ে দেয়। স্পিনারদের বিপক্ষে ব্যাটিং দুর্বলতাও আবার স্পষ্ট হয়ে ওঠে।

ভারত ম্যাচ থেকে বাংলাদেশ তিনটি শিক্ষা পেয়েছে। সুযোগ হাতছাড়া করা যাবে না, পাওয়ারপ্লেতে উইকেট তুলতে হবে এবং মিডল অর্ডারে স্থিরতা আনতেই হবে। পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে এগুলো কাজে লাগাতে পারলে ফাইনালের দরজা খুলে যেতে পারে বাংলাদেশের সামনে।

ভারত ম্যাচ শেষে জাকের বলেন, ‘আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু নিতে পারি। কালকে আমাদের আরেকটি ম্যাচ আছে। তো এসব জিনিস মাথায় রেখে কালকের ম্যাচ জিততে পারব এবং ফাইনালে উঠতে পারব।’

banner

ভারতের বিপক্ষে ম্যাচের একাদশে ৪টি পরিবর্তন করেছিল বাংলাদেশ। পাকিস্তান ম্যাচের কম্বিনেশন কেমন হবে সেটি গতকাল বলতে চাইলেন না জাকের। তিনি বলেন, ‘(একাদশ কেমন হবে) টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে দেখা যাক আমরা কোন কম্বিনেশনে খেলতে নামি। তবে আমরা কালকে আমরা নিজেদের সেরাটা দেব ইনশাআল্লাহ্।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অঘোষিত সেমি-ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

সূত্র: সমকাল

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন