তৃণমূলের সংবাদ প্রতিবেদক:
গত সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী বসুন্ধরা মহল্লায় কেন্দ্রীয় মহাপ্রভুর আখড়াসহ পৃথক পূজা মণ্ডপ পরিদর্শন করেছে।উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ থেকে প্রকাশিত “তৃণমুলের সংবাদ ডট কম” এর সম্পাদক ও মানবাধিকার কর্মী এডভোকেট শহীদুল ইসলাম। এ সময় তিনি চালা আদালত পাড়ায় স্থাপিত পূজা মণ্ডপ, বসুন্ধরার ২ টি পূজা মণ্ডপ এবং মুকুন্দোগাতি গ্রামের একটি পূজা মণ্ডপ সহ মোট ৫ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
বেলকুচি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায় সাক্ষাৎকারে বলেন, এ বছর সরকার ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গা পূজা উৎসব পালন করছেন বেলকুচির সোনাতন ধর্মলম্বিকারী।
সুপ্রিম কোর্টের এডভোকেট কানাই লাল সাহা বলেন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে তৃণমুলের সংবাদ ডটকম পত্রিকা কর্তৃপক্ষ বিশেষ সংখ্যা বের করায় তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
কৌশিক সাহা বলেন, এ বৎসর আমরা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে পূজা উদযাপন করছি এবং এক্ষেত্রে স্থানীয়রাও একই অভিমত ব্যক্ত করেছেন।