Home » বিমানবাহিনীর ৫৪ বছর পূর্তি উদযাপন

বিমানবাহিনীর ৫৪ বছর পূর্তি উদযাপন

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

 তৃণমূলের  সংবাদ ডেস্ক:

বাংলাদেশ বিমানবাহিনী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ বিমানবাহিনী দিনটিকে ‘বিমানবাহিনী দিবস’ হিসেবে পালন করে আসছে। ১৯৭১ সালে পাকিস্তান বিমানবাহিনী ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন অসংখ্য বীর বৈমানিক ও বিমানসেনারা।

তৎকালীন ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার, বীরউত্তম (অব.)। পাশাপাশি সম্মুখযুদ্ধে অংশ নেন বহু সদস্য। এ ছাড়া এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীরউত্তম (অব.) ছিলেন কিলো ফ্লাইটের অধিনায়ক। মুক্তিযুদ্ধ চলাকালে স্বতন্ত্র বিমানবাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হলে ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে মাত্র একটি অটার, একটি ড্যাকোটা ও একটি অ্যালুয়েট হেলিকপ্টার নিয়ে ৫৭ জন সদস্যের মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমানবাহিনী। মুক্তিযুদ্ধে ৫০টিরও বেশি সফল বিমান অভিযানে অংশ নিয়ে বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিলো ফ্লাইট।

banner

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব ঘাঁটি, ইউনিট এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমানবাহিনীর কন্টিনজেন্টে ডকুমেন্টারি প্রদর্শন, মসজিদে দোয়া-মোনাজাত ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

এছাড়া ঢাকার তেজগাঁওয়ে বিমানবাহিনী ঘাঁটি বাশারে বিশেষ সমন্বিত প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর সদস্যরা ও সাবেক বিমানবাহিনী প্রধানরা।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন