Home » বিচারব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা

বিচারব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা

ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:
বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, পরিবেশগত ন্যায়বিচার, বিচারিক স্বাধীনতা, প্রযুক্তিনির্ভর বিচার প্রশাসন এবং পারস্পরিক বিচারিক স্বার্থসংশ্লিষ্ট একটি কর্মসূচিতে অংশ নিতে ব্রাজিল সফরে রয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ন্যাশনাল হাইকোর্ট অব ব্রাজিলের প্রধান বিচারপতি আন্তোনিও হ্যারমেন বেঞ্জামিনের আমন্ত্রণে গত ১০ সেপ্টেম্বর তিনি ব্রাজিল যান। প্রধান বিচারপতি ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্টের জনসংযোগ দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে প্রধান বিচারপতি দুই দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিভিন্ন আলোচনায় অংশ নেবেন।

গত ১২ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ব্রাজিলের গুরুত্বপূর্ণ শহর সাও পাওলোতে দেশটির বিচার বিভাগের সদর দপ্তর ‘প্যালেস দ্য জাস্টিসিয়া’ পরিদর্শন করেন। এরপর তিনি কোর্ট অব জাস্টিসিয়া অব সাও পাওলোর (টিজেএসপি) প্রেসিডেন্ট ফার্নান্দো অ্যান্টোনিও টরেস গার্সিয়ার সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনায় দুই দেশের বিচার বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা, ফৌজদারি বিচারব্যবস্থায় রেস্টোরেটিভ জাস্টিস বা পুনরুদ্ধারমূলক ন্যায়বিচারের বিস্তার এবং এর কার্যকর প্রয়োগের উপায় নিয়ে কথা বলেন তাঁরা। পাশাপাশি বিচারব্যবস্থায় দক্ষতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি বাড়াতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়াসহ দুই দেশের বিচারব্যবস্থার মধ্যে পরস্পরিক কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।

banner

ওই দিন প্রধান বিচারপতি টিজেএসপির ডাটা সেন্টার, ডিজিটাল আর্কাইভিং ব্যবস্থাপনা এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় ফৌজদারি আদালত ‘সাও পাওলো ক্রিমিনাল কোর্ট’ পরিদর্শন করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন