তৃণমূলের সংবাদ ডেস্ক:
গাজার জনগণের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং ইসরাইলি অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের লক্ষ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে যাত্রা করেছেন ব্রিটেনের নিউক্যাসলের মানবতাবাদী কর্মী রুহি লরেন আখতার। রুহি বাংলাদেশি বংশোদ্ভূত এবং নর্থম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন।
গত ১৮ সেপ্টেম্বর তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের মানবতাবাদী কর্মী ও আন্দোলনকারীরা একত্রিত হয়েছেন, যাদের লক্ষ্য গাজায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া। খবর গার্ডিয়ানের।
রুহি লরেন আখতার বলেন, “অন্যায়ের মুখে নীরব থাকা কোনো সমাধান নয়। বহুদিন ধরে ফিলিস্তিনিরা খাদ্য, পানি, জমি, মৌলিক নিরাপত্তা এবং চলাচলের স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই নৌবহর হলো সংহতির প্রতীক, যা মনে করিয়ে দেয় বিশ্ব তাকিয়ে আছে, এবং আমরা গাজার মানুষের পাশে দাঁড়িয়ে থাকব যতদিন না তারা মুক্ত হয়।”
ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, আটক হওয়া নৌযানগুলোতে অন্তত ২০১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন ও মালয়েশিয়া থেকে ১২ জন। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে অবস্থানকালে ইসরাইলি বাহিনী ফ্লোটিলার নৌযান আটকে দেয়। মোট ১৩টি নৌযান আটক করা হয়।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। বহরে প্রায় ৪৪ দেশের ৫০০ মানুষ রয়েছেন—যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।