তৃণমূলের সংবাদ ডেস্ক:
বলিউড অভিনেত্রী কাজল বর্তমানে একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত চার মাসে তিনি চারটি ভিন্ন ধরনের সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘মা’, ‘সরেজমিন’ ও ‘দ্য ট্রায়াল সিজন ২’। পাশাপাশি এখন তিনি নতুন একটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও কাজ করছেন।
কাজল বলেন, “আমার ভাগ্য ভালো যে, এতদিনে ভিন্ন ধরনের সিনেমায় কাজ করতে পারছি। জীবনে কোনো কিছু পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য।”
নারীবাদ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “আমি বিশ্বাস করি নারীবাদ মানে প্রত্যেক নারীর অপর নারীর পাশে দাঁড়ানো, নিজের সমর্থনে নিজের পাশে দাঁড়ানো। এর ৬০-৭০ শতাংশই মেয়েদের নিজেদের পায়ের মাটি শক্ত করে প্রতিষ্ঠিত করার জন্য।”
তিনটি সাম্প্রতিক চরিত্রই এক মায়ের চরিত্রে অভিনীত কাজল জানান, “প্রত্যেক চরিত্র এমন মায়ের—যে সারাক্ষণ সন্তানদের আগলে রাখে। ব্যক্তিগত জীবনেও হয়তো আমি এমনই, তাই এই ধরনের চরিত্র আমার কাছে আসে।”