Home » ফ্যাসিস্টের দোষর এখন ফ্যাসিস্ট বিরোধী সাজার চেষ্টা করছে

ফ্যাসিস্টের দোষর এখন ফ্যাসিস্ট বিরোধী সাজার চেষ্টা করছে

0 মন্তব্য গুলি 27 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

চৌহালী সংবাদ-দাতা :-

সচেতন ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড এবং কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মন্ডল গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ মমিন মন্ডল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ সিরাজগঞ্জের গর্ব বিশিষ্ট দানবীর বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম।

জুলাই অভ্যুত্থানের অল্প কিছুদিনের আগের একটি অনুষ্ঠানের ছবি।অনেক অপকর্মের হোতা ইঞ্জিনিয়ার নজরুল স্বঘোষিত দানবীর সাজার চেষ্টা করেছে। পাশাপাশি তাঁর ভাই মতিন মন্ডল উমারপুর ইউনিয়নের বিতর্কিত চেয়ার ম্যান যার বিরুদ্ধে প্রায় ১ ডজন নারি নির্যাতনের মামলা হয়। ইঞ্জিনিয়ার নজরুল সিরাজগঞ্জ রোডে (হাটিকুমরুল অঞ্চল) সাখাওয়াত মেমোরিয়াল নামের একটি হাসপাতাল স্থাপন করে। যেখানে এক বিধবার ৮ শতক পরিমাণ জায়গা প্রতারণা করে দখল করে নেয় এই মর্মে অভিযোগ রয়েছে।এসব ব্যাপারে ইঞ্জিনিয়ার নজরুল ও তাঁর ভাই মতিন মন্ডল কে তাদের মতামত জানার জন্য অসংখ্যবার মোবাইলে ফোন করে খুঁজে পাওয়া যায়নি।

তারা নাকি এখন বি.এন.পি এর সাথে মিশে ফ্যাসিবাদ বিরোধী সাজার চেষ্টা করছে!

banner

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন