ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান
সিরাজগঞ্জে ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের এক স্মরণীয় মিলনমেলা। এ আয়োজনটি ছিল প্রিয় শিক্ষক কামরুল স্যারকে ঘিরে, যিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন মিলেনিয়াম স্কুলে এবং পরবর্তীতে জাহান আরা উচ্চ বিদ্যালয়ে। তার সঙ্গে দীর্ঘসময় শিক্ষকতা করেছেন ইব্রাহিম স্যার তিনিও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ২৮ জন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন রবিন, যিনি নিজেও কামরুল স্যারের প্রাক্তন ছাত্র।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামরুল স্যার। তিনি বলেন—
“আজকের মিলনমেলায় তোমরা পুরোনো শিক্ষার্থী যারা উপস্থিত হয়েছো, তাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি রবিনকে, যিনি সুন্দরভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপন করেছে। এত গরমের মাঝেও তোমরা আগ্রহ নিয়ে একত্রিত হয়েছো শুধুমাত্র পুরোনো ও নতুন শিক্ষার্থীদের একত্রিত করার জন্য—এটি অত্যন্ত আনন্দের বিষয়। এই আনন্দকে ধরে রাখতে আমরা ক্রিকেট ম্যাচ খেলেছি। খেলায় হার-জিত থাকবেই, তবে আমরা মূলত খেলা উপভোগ করেছি। আমাদের এই মিলনমেলার এটিই প্রথম পর্ব।”
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল হাসি-আনন্দ, স্মৃতিচারণ ও প্রাণবন্ত পরিবেশ। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দুটি ক্রিকেট ম্যাচ, যেখানে পুরোনো শিক্ষার্থীরা অংশ নেন। উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোতে প্রতিযোগিতা যেমন ছিল, তেমনি ছিল একাত্মতার আনন্দ।
এই মিলনমেলা স্পন্সর করে স্থানীয় প্রতিষ্ঠান রিফাত বেকারি, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলা শুধু প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ককে আরও দৃঢ় করেনি, বরং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয়ও জাগিয়েছে সবার মনে।