স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপন নিয়ে কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বার্তায় প্রতিষ্ঠানটি এ সতর্কতা জারি করে।
তিতাস জানায়, প্রিপেইড গ্যাস মিটার গ্রাহক পর্যায়ে জনপ্রিয় হয়ে ওঠায় বাংলাদেশ সরকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও তিতাস গ্যাসের যৌথ অর্থায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের অধীনে মেট্রো ঢাকা বিপণন ডিভিশন-দক্ষিণ এবং আঞ্চলিক বিপণন ডিভিশন-নারায়ণগঞ্জের আওতাভুক্ত আবাসিক গ্রাহকদের জন্য ৬ লাখ ৫০ হাজার স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করা হবে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিটার স্থাপনের জন্য গ্রাহককে এককালীন কোনো অর্থ দিতে হবে না। কেবল রিচার্জের সময় মাসিক ভাড়া পরিশোধ করতে হবে। তবে মিটার স্থাপনের সময় গ্রাহকের ঘরের অভ্যন্তরে কোনো চাবি, ভাল্ব বা সরঞ্জাম পরিবর্তনের প্রয়োজন হলে সেই খরচ গ্রাহককে বহন করতে হবে। একইভাবে অভ্যন্তরীণ গ্যাস লাইনের পরিবর্তন, রক্ষণাবেক্ষণ বা পৃথকীকরণের কাজ গ্রাহক নিজ খরচে তিতাস অনুমোদিত ঠিকাদারের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
তিতাস জানিয়েছে, প্রকল্পের অংশ হিসেবে নিয়োগপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি বা প্রতিনিধিরা আগামী ২৩ আগস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত গ্রাহকদের বাসায় গিয়ে নমুনা জরিপ করবেন। এ সময় তাদের পরিচয়পত্র যাচাই করে সহযোগিতা করার পাশাপাশি গ্যাস বিল বই প্রদর্শন এবং গ্যাস স্থাপনার (চুলা) পরিদর্শনে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
সবশেষে তিতাস গ্যাস গ্রাহকদের সতর্ক করে জানায়, এ কাজে কোনো ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেনে গেলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। তাই এ বিষয়ে সজাগ থাকার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।
“সুত্র: দেশ রুপান্তর অনলাইন”