Home » পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জাতি মেনে নেবে না

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জাতি মেনে নেবে না

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র কাঠামোর সংস্কার, হাজার হাজার ছাত্র-জনতা হত্যার বিচার ও আনুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না।’

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশ চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার।

তারা ইতিমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। তবে আমরা স্পষ্ট করে ঐকমত্য কমিশনকে বলেছি, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জাতি মেনে নেবে না।’

banner

 

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার শাসনামল ছিল গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, রাহাজানি ও ধর্ষণের শাসনামল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্ম পরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি মো. মকিত শেখ ও ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ।

সূত্র: কালের কণ্ঠ

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন