Home » পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বললেন জয়শঙ্কর

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বললেন জয়শঙ্কর

1 মন্তব্য 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় তিনি পাকিস্তানকে সরাসরি ইঙ্গিত করে দেশটিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে উল্লেখ করেন।

জয়শঙ্কর বলেন, “বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশে। যখন কোনো রাষ্ট্র সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সেখানে সন্ত্রাসবাদের হাব সক্রিয়ভাবে কাজ করে এবং তা মহিমান্বিত করা হয়— তখন এ ধরনের কর্মকাণ্ডকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।”

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, গত কয়েক দশক ধরে ভারতে সংঘটিত অধিকাংশ সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান দায়ী। তার ভাষায়, স্বাধীনতার পর থেকেই ভারত সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

banner

পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, “ভারত তার জনগণের সুরক্ষায় আত্মরক্ষার অধিকার ব্যবহার করেছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনেছে।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদের অর্থায়ন রোধে শ্বাসরোধী ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রের ওপর অব্যাহত চাপ সৃষ্টি করতে হবে। আর যারা এসব কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, শেষ পর্যন্ত তারাই এর পাল্টা আঘাতের শিকার হবে।”

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

1 মন্তব্য

88clb88 29/09/2025 - 4:10 AM

Chương trình 88clb88 tặng 88% tiền thưởng lần nạp đầu quá chất! Mình nhận được 1.200.000 VND từ ưu đãi này.

রিপ্লাই

কমেন্ট লিখুন