Home » নতুন বেতন-কাঠামো প্রণয়নে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন

নতুন বেতন-কাঠামো প্রণয়নে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন-কাঠামো প্রণয়নে জাতীয় বেতন কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন বেতন-স্কেলের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে কমিশনের।

কমিশনের এক সদস্য ইঙ্গিত দিয়েছেন, বর্তমান স্কেলের মূল বেতন দ্বিগুণ করার সুপারিশ আসতে পারে। সে ক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন (১ম গ্রেড) দাঁড়াতে পারে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন হবে প্রায় ১৬ হাজার ৫০০ টাকা।

বেতন কমিশন জানিয়েছে, কাঠামো ন্যায়সংগত ও টেকসই করতে সবার মতামত নেওয়া হচ্ছে। এজন্য চারটি প্রশ্নমালা অনলাইনে উন্মুক্ত করা হয়েছে, যা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পূরণ করা যাবে।

banner

কমিশনের সদস্যরা বলছেন, গত ১০ বছরে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে। তাই মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নিয়েই নতুন কাঠামো প্রণয়ন হবে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত (১:১২, ১:১০ বা ১:৮) নিয়ে যে আলোচনা চলছে, সেটিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এছাড়া বর্তমানে থাকা ২০টি গ্রেড ভেঙে গ্রেড সংখ্যা কমানোর বিষয়েও কমিশন চিন্তাভাবনা করছে, যাতে বেতন কাঠামোয় আরও বেশি সামঞ্জস্য আনা যায়।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন