বেলকুচি প্রতিনিধি:
শনিবার বিকালে অনুষ্ঠিত সিরাজগঞ্জে বেলকুচি উপজেলার এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ -৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) এর সংসদ সদস্য পদ প্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী। তিনি তার বক্তব্যে আরো বলেন মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র বিপন্ন,ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। আগামী দিনে আমাদেরকে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত, এ অঞ্চলের মানুষের দাবি-দাওয়া পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে এবং ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে উন্নয়ন ও পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বার্থ রক্ষায় সর্বদা সোচ্চার ভূমিকা পালন করছে। তিনি তার বক্তব্যে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ,চাঁদাবাজ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিরাজগঞ্জের বেলকুচি সদর ইউনিয়নের উদ্যোগে দশখাদা হাটখোলায় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আলী । সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সভাপতি প্রভাষক আব্দুস সামাদ।ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম,সভাপতি মাওলানা মোঃ কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার সাধারণ সম্পাদক আঃ সালাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দরা সন্মলনে বক্তব্য রাখেন। সম্মেলন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, উন্নয়ন, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।