তৃণমূলের সংবাদ ডেস্ক:
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকায় বসবাস করছে প্রায় ১ কোটি ৫১ লাখ মানুষ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এ তথ্য তুলে ধরেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনসংখ্যার তথ্য নিয়ে প্রশ্ন তুলে ইসি তাহমিদা বলেন,
“বিবিএসের ডেটা প্রশ্নবিদ্ধ। একবার তারা যে সংখ্যা প্রকাশ করল, পরে আবার কমিয়ে দেখানোর জন্য বলা হলো। অথচ আমরা বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা করেছি, সেখান থেকেই সঠিকভাবে জনসংখ্যার তথ্য পাওয়া গেছে।”
তিনি আরও বলেন,
“বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ প্রবাসে রয়েছে। আর কেবল ঢাকাতেই আছেন ১ কোটি ৫১ লাখ মানুষ।”
অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য খোলা মাঠে ভোটগ্রহণের পক্ষে আবারও মত দেন তিনি। তাহমিদা আহমদ বলেন,
“স্বচ্ছ নির্বাচন চাইলে উন্মুক্ত জায়গায় ভোটগ্রহণের মানসিকতা তৈরি করতে হবে। এটিই হবে প্রকৃত অর্থে ট্রান্সপারেন্ট নির্বাচন।”
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বিবিএস জানিয়েছিল—তখন দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ছিলেন ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন এবং নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন।