Home » দুই দশক পর তারেক রহমানের সাক্ষাৎকারে বিএনপির অবস্থান উঠে এসেছে

দুই দশক পর তারেক রহমানের সাক্ষাৎকারে বিএনপির অবস্থান উঠে এসেছে

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

দীর্ঘ প্রায় ২০ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নির্বাচনী রাজনীতি ও সমসাময়িক বিষয়গুলো তুলে ধরেছেন।

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব তারেকের এই সাক্ষাৎকারের বিশেষ অংশ নিয়ে মন্তব্য করেছেন। তিনি প্রশংসা করেছেন তারেকের শব্দচয়ন, ভঙ্গি ও ফার্স্ট পারসনের অনুপস্থিতি। যেমন, “আমি, আমার দল, আমার দেশ” শব্দের পরিবর্তে “জনগণ, দেশ” ব্যবহার করেছেন।

মির্জা গালিব তারেকের আওয়ামী লীগের বিচারের বিষয়ে স্পষ্টবাদিতা এবং সাংঘাতিক অভিজ্ঞতা জনগণের সঙ্গে মেলানো অংশকে অসাধারণ বলে অভিহিত করেছেন। তবে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে তারেক কিছুটা পাশ কাটিয়ে দেওয়া বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, বিএনপির সাংগঠনিক সংস্কার নিয়ে তারেকের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট নয়। মির্জা গালিব মনে করেন, দলকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী না করলে, সুশাসন দেওয়া বিএনপির জন্য কঠিন হবে

banner

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন