ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান
সিরাজগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী হাজী আহম্মদ আলী আলিয়া মাদ্রাসা মাঠে দত্তবাড়ি যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হলো সাবেক এমপি মির্জা মুরাদুজ্জামান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এ টুর্নামেন্টে দত্তবাড়ি এলাকার মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
হাজারো দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে উদ্বোধনী খেলার পর শুরু হয় টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা। দীর্ঘ লড়াই শেষে ফাইনালে পৌঁছে ব্রাজিল একাদশ ও ক্রোয়েশিয়া একাদশ।
এ্যাড. মিঠুন রহমান
গত ০১ আগস্ট ২০২৫, শুক্রবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুই দলই সমান তালে লড়াই করে দর্শকদের মুগ্ধ করে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর শেষ পর্যন্ত ট্রাইবেকারে ব্রাজিল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্রোয়েশিয়া একাদশ।
দত্তবাড়ি যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।