Home » তৃণমূলের কণ্ঠস্বর

তৃণমূলের কণ্ঠস্বর

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। কিন্তু এই অগ্রযাত্রা যেন কেবল শহরের চকচকে রাস্তাঘাটেই সীমাবদ্ধ না থাকে। গ্রামীণ জনপদ, প্রান্তিক মানুষের জীবনযাত্রা, কৃষক-শ্রমিকের ঘামঝরা প্রয়াস—এসবই আমাদের প্রকৃত শক্তি। অথচ প্রায়শই দেখা যায়, নীতি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত তৃণমূলের মানুষদের মতামত উপেক্ষিত হয়।

একটি টেকসই সমাজ গড়তে হলে প্রথমে প্রয়োজন তৃণমূলের স্বপ্ন ও চাহিদাকে মূল্য দেওয়া। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের প্রশ্নে প্রান্তিক মানুষের আওয়াজকে গুরুত্ব না দিলে উন্নয়নের মূল স্রোত কখনোই সমগ্র জাতিকে স্পর্শ করবে না। গণতন্ত্রের আসল শক্তিও নিহিত আছে সাধারণ মানুষের অংশগ্রহণে, তৃণমূলের অভিব্যক্তিতে।

তৃণমূল সংবাদপত্র বিশ্বাস করে—প্রান্তিক মানুষের প্রতিটি গল্পই জাতির গল্প, প্রতিটি প্রতিবাদই ন্যায়ের দাবি, আর প্রতিটি স্বপ্নই ভবিষ্যতের সম্ভাবনা। আমরা চাই, নীতি-নির্ধারকরা যেন রাজধানীর বাইরের এই অমূল্য কণ্ঠগুলো শোনেন, বুঝেন এবং কার্যকর পদক্ষেপ নেন।

তৃণমূলের শক্তিই হোক দেশের উন্নয়নের ভিত্তি।

banner

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন