ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান
দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের বহুল প্রত্যাশিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলছে টুর্নামেন্টের লড়াই।
অদ্য বুধবার (৪ সেপ্টেম্বর ২০২৫) তারিখে অনুষ্ঠিত প্রথম পর্যায়ের দ্বিতীয় খেলায় রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে বেলকুচি উপজেলা ফুটবল একাদশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়।
বিজয়ী দলের অধিনায়ক পায়েল খেলায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে একাই দুটি গোল করেন। তার নৈপুণ্যে মুগ্ধ হয়ে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি তাকে ম্যাচসেরা খেলোয়াড় ঘোষণা করে।
ম্যাচটি পরিচালনা করেন সাবেক কৃতি ফুটবলার, ফিফার তৃণমূল কোচ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সনদপ্রাপ্ত রেফারি মোঃ রেজাউল করিম খোকন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব ফিরোজ ইসলাম, জাহাঙ্গীর আলম ও আবু হানিফ। ধারাভাষ্যে ছিলেন দিনাজপুর থেকে আগত মোঃ খোরশেদ রায়হান এবং সিরাজগঞ্জের জনপ্রিয় ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ।
জেলার ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী-এর সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সফলভাবে পরিচালিত হচ্ছে।