Home » ডিসি গোল্ডকাপে কাজিপুরকে হারিয়ে রায়গঞ্জের দুর্দান্ত জয়

ডিসি গোল্ডকাপে কাজিপুরকে হারিয়ে রায়গঞ্জের দুর্দান্ত জয়

সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলো রায়গঞ্জ উপজেলা

0 মন্তব্য গুলি 21 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান

সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুক্রবার (৮ সেপ্টেম্বর ২০২৫) তারিখে অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ (৬ষ্ঠ) খেলায় রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে কাজিপুর উপজেলা একাদশকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

টানটান উত্তেজনা ও আপসহীন লড়াইয়ে দর্শকে ভরপুর এ ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে।  খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে রায়গঞ্জের ২০ নম্বর জার্সিধারী মারুফ (টাঙ্গাইল) প্রথম গোল করে দলকে এগিয়ে নেন।  তবে ৩৬ মিনিটে কাজিপুরের ২৭ নম্বর জার্সিধারী মইনুল এক দুর্দান্ত গোল করে ম্যাচে সমতা ফেরান।

banner

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণাত্মক খেলতে থাকে রায়গঞ্জ।  খেলার ৫০তম মিনিটে অধিনায়ক পায়েল (১০ নম্বর জার্সি) দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। এরপর আবারো গোলের দেখা পান মারুফ, যা রায়গঞ্জকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানেই তারা জয়ের আনন্দে ভাসে।

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স ও অসাধারণ গোল সেভের জন্য রায়গঞ্জ উপজেলা একাদশের গোলরক্ষক আব্দুল হান্নানকে ম্যাচসেরা নির্বাচিত করে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি।

খেলাটি পরিচালনা করেন রেফারি মো. তরিকুল ইসলাম মেজর, সহকারী রেফারি ছিলেন আল আমিন ও আবু হানিফ।  টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটিতে দায়িত্ব পালন করছেন সাবেক কৃতি ফুটবলার ফরিদুজ্জামান স্ট্যালিন, হেদায়েতুল ইসলাম ফ্রুট (ক্রীড়া সম্পাদক, জেলা বিএনপি সিরাজগঞ্জ) ও মাহমুদুল হাসান খোকন। প্রতিটি ম্যাচে ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন দিনাজপুরের মো. খোরশেদ রায়হান ও সিরাজগঞ্জের আব্দুল্লাহ আল মাহমুদ।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ ও তাড়াশ উপজেলা ফুটবল একাদশের মধ্যে। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর শনিবার, যেখানে মুখোমুখি হবে উল্লাপাড়া উপজেলা একাদশ ও রায়গঞ্জ উপজেলা একাদশ।

জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্ট ইতোমধ্যেই সিরাজগঞ্জের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন