তৃণমূলের সংবাদ ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের রক্তঝরাল ইসরাইলি হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে আরও ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার রাতে সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানালে মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে দখলদার বাহিনী নতুন করে হামলা চালায়।
গাজা সিটির তুফ্ফাহ এলাকার একটি বাড়িতে চালানো হামলায় একসঙ্গে ১৭ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সবচেয়ে কম বয়সি নিহত শিশুটির বয়স মাত্র আট মাস। নিহতদের মধ্যে তিনজন ছিলেন ত্রাণ প্রত্যাশী—এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৪ জনে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় দুর্ভিক্ষ ইতোমধ্যে চরম আকার ধারণ করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, খাদ্যাভাব ও পুষ্টিহীনতায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর থেকে অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে। এর মধ্যে ১৫৪ জন শিশু।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) শনিবারের হামলা বা অভিযানের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।