Home » জোড়া আঘাত হেনে ভারতের ঝড় থামালেন রিশাদ

জোড়া আঘাত হেনে ভারতের ঝড় থামালেন রিশাদ

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন
ভারতকে চাপে ফেলে ভুল করানোর কথা ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ফিল সিমন্স। বাংলাদেশি কোচের পরিকল্পনা মতোই শুরুটা করেছিলেন তানজিম হাসান সাকিব-নাসুম আহমেদ।

ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। শুরুটা আরো দুর্দান্ত হতো যদি সুযোগটা লুফে নিতে পারতেন জাকের আলি অনিক।

কিন্তু লিটন দাসের বিপরীতে অধিনায়কের দায়িত্ব পেয়ে সামনে থেকে নেতৃত্বটা দিতে পারলেন না জাকের। দলীয় ১০ রানের সময় অভিষেক শর্মার ক্যাচ ছাড়লেন। 

তানজিম সাকিবের বলে দুর্দান্ত ছন্দে থাকা অভিষেক ক্যাচ দিয়েছিলেন উইকেটরক্ষক জাকেরকে। কিন্তু বাঁদিকে লাফ দিয়েও ক্যাচটা গ্লাভসে বন্দি করতে পারলেন না টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১২তম অধিনায়ক।

৭ রানে ‘জীবন’ পাওয়া বাঁহাতি ওপেনার এরপর ব্যাটিংয়ে তাণ্ডব চালালেন। সঙ্গে যোগ দিলেন শুবমান গিল। 

প্রথম তিন ওভারে ১৭ রান তোলা ভারত পাওয়ার প্লে শেষে রান করেছে বিনা উইকেটে ৭২। অর্থাৎ, শেষ তিন ওভারে ৫৫ রান নিয়েছন অভিষেক-গিল।

ঝড়ের শুরুটা হয় নাসুমকে দিয়ে। চতুর্থ ওভারে ২১ রান দেন বাঁহাতি স্পিনার। ফিরতি ওভারে এক ছক্কায় ১১ রান হজম করেন মুস্তাফিজুর রহমান। আর পাওয়ার প্লের শেষ ওভারে হ্যাটট্রিক চারের সঙ্গে মোট চার চারে ১৭ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। 

তবে পাওয়ার প্লে শেষে ঝড় থামান রিশাদ হোসেন।

ব্যক্তিগত ২৯ রানে গিলকে আউট করে। ছক্কা মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন ২ চার ও ১ ছক্কা হাঁকানো গিল। তবে টানা দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন অভিষেক। পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানের ইনিংস খেলা বাঁহাতি ওপেনার ৫৭ রানে অপরাজিত আছেন। ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কা ও ৫ চারে। 

অভিষেকের তাণ্ডব চললেও অপর প্রান্তের ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখাচ্ছেন রিশাদ। নিজের ফিরতি ওভারে শিবম দুবেকে ২ রানে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের লেগ স্পিনার।

প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯ ওভার শেষে ২ উইকেটে ৯১ রান। অভিষেককে সঙ্গ দিচ্ছেন ১ রান করা ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।                                                                  সূত্রঃ কালের কণ্ঠ 

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন