Table of Contents
কেন জেন-জি ক্ষুব্ধ?
সামাজিক বৈষম্য, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার অব্যবস্থাপনা—এই সব মিলিয়ে তরুণরা ক্ষুব্ধ। নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে তারা সরাসরি আন্দোলনের পথে নেমেছে।
জেন-জি প্রজন্মের বৈশিষ্ট্য:
-
জন্ম থেকেই ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত।
-
প্রচলিত শাসন, সংস্কৃতি ও চিন্তার কাঠামোকে চ্যালেঞ্জ করে।
-
ভাষা, অভিব্যক্তি ও প্রতিক্রিয়ার ধরন প্রথাগত প্রজন্মের থেকে আলাদা।
বৈশ্বিক আন্দোলনের উদাহরণ
মরক্কো:
-
‘জেন-জি ২১২’ আন্দোলন, ছাত্র ও বেকার তরুণদের নেতৃত্বে।
-
স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচার ব্যবস্থা সংস্কারের দাবি।
-
সেখানকার যুব বেকারত্ব ৩৬%, স্বাস্থ্যসেবা সীমিত।
-
আন্দোলনের সূত্রপাত: আগাদির শহরে গর্ভবতী নারীদের মৃত্যুর ঘটনা।
-
সংঘর্ষে ৩ জন নিহত, শতাধিক আহত।
মাদাগাস্কার:
-
পানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সরকার পতনের দাবি।
-
কমপক্ষে ২২ জন নিহত, শতাধিক আহত।
পেরু:
-
পেনশন আইনের সংস্কারের প্রতিবাদে আন্দোলন।
-
দুর্নীতি ও অপরাধবিরোধী আন্দোলনে পরিণত।
-
প্রেসিডেন্টের জনপ্রিয়তা মাত্র ২.৫%।
নেপাল:
-
সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলন।
-
৪৮ ঘণ্টার মধ্যেই সরকার পতনের দিকে এগোয়।
-
অন্তত ২২ জন নিহত, শতাধিক আহত।
-
রাজধানী কাঠমান্ডুর সরকারি ভবন আগুনে পুড়ে যায়।
বিশেষজ্ঞদের মতামত
-
বার্ট কামার্টস (লন্ডন স্কুল অব ইকনোমিকস): তরুণরা মনে করছে তাদের স্বার্থ কেউ প্রতিনিধিত্ব করছে না।
-
সুবির সিনহা (SOAS সাউথ এশিয়ান ইনস্টিটিউট): ক্ষমতাসীন এলিটদের অগ্রাধিকার তরুণদের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
-
ফলে জেন-জির মধ্যে হতাশা ও ধ্বংসাবশেষের অনুভূতি জন্মাচ্ছে।
ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাব
-
মরক্কোতে ‘জেন-জি ২১২’ ডিসকর্ড সার্ভার: ৩ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার সদস্য।
-
মাদাগাস্কারে ‘জেন-জি মাদা’ ফেসবুক ও টিকটকের মাধ্যমে সংগঠিত।
-
বিকেন্দ্রীকৃত, নেতা ছাড়া পরিচালিত হওয়ায় সরকারের নিয়ন্ত্রণ কঠিন।
জেন-জি প্রজন্ম শুধু অনলাইনে নয়, বাস্তব জীবনের আন্দোলনে সক্রিয়। তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সীমান্ত পেরিয়ে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে।