Home » জামায়াত ইসলামি কখনোই বাংলাদেশের মঙ্গল চায়নি: বিএনপি নেতা আলীম

জামায়াত ইসলামি কখনোই বাংলাদেশের মঙ্গল চায়নি: বিএনপি নেতা আলীম

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বেলকুচি  প্রতিনিধি:

জামায়াত ইসলামি কখনোই বাংলাদেশের মঙ্গল ও   মানুষের উন্নয়ন চায়নি।১৯৭১ সালে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের মানুষ ও মা-বোনদের নির্যাতন করেছে।  জামায়াত ইসলামি একদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে এবং  অন্যদিকে ভোটের মাঠে নেমে ভোট  চাচ্ছেন। এ দলের  চরিত্র শুধু জনগণকে বিভ্রান্ত করা। সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় বড়ধুল ইউনিয়ন বিএনপি’র  আয়োজনে জনসভা প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয়  বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম এ মন্তব্য করেন।

তিনি  আরো বলেন, বিএনপি গনতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি কখনো চাঁদাবাজি করে না, বিএনপির কোন নেতা মাদক ব্যবসা করে না। যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি অথবা মাদক ব্যবসা করে তাহলে তাকে আমরা তাকে আইনের হাতে তুলে দিবো। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, তাই জনগণকে সাথে নিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে এবং  জনগণের ভোটের মাধ্যমে বিএনপির সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

রোববার  বিকেল পাঁচটায় বড়ধুল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ  জনসভা অনুষ্ঠিত হয়।

banner

এ সভায় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান শান্ত’র সভাপতিত্বে এ জনসভায় আবু তাহের লাভলু ও ছাত্রনেতা আমিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে

বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনী আমিন।

এ সভায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল ভূঁইয়া, নুরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক, বিএনপির নেতা গোলাম আজম, যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহসান, ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকার প্রমুখ। এ সভায় দলীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন