Home » জন–ক্যাটরিনা প্রেমের গুঞ্জনে বিপাশার শীতল প্রতিক্রিয়া

জন–ক্যাটরিনা প্রেমের গুঞ্জনে বিপাশার শীতল প্রতিক্রিয়া

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:

তারকাদের প্রেম, বিচ্ছেদ আর নতুন সম্পর্ক—এসব নিয়ে বলিউডে গুঞ্জনের শেষ নেই। আর যদি সেই গল্পের কেন্দ্রে থাকেন বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ আর জন আব্রাহাম—তাহলে আগ্রহ আরও বেড়ে যায়।

২০০৮ সালে দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটে বিপাশা বসু ও জন আব্রাহামের জীবনে। ঠিক সেই সময়ই শোনা যায়, জনের জীবনে নতুন সঙ্গী হয়ে আসছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে, সালমান খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনার দিক থেকেও নাকি জন ছিলেন নতুন ভরসা। গুঞ্জন ছিল, ‘নিউ ইয়র্ক’ ছবির শুটিং চলাকালীন দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

যখন জন–ক্যাটরিনার প্রেমের খবর বলিউডে চর্চার শীর্ষে, তখন বিপাশা বসু হাজির হন জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’–এ। সেখানে করণ জোহরের প্রশ্নে জন–ক্যাটরিনার প্রসঙ্গ উঠলেও বিপাশা বিষয়টি কৌশলে এড়িয়ে যান। তবে ক্যাটরিনার প্রতি তার শীতলতা প্রকাশ পায় সূক্ষ্মভাবে।

banner

তিনি বলেন,
“ক্যাটরিনা আমার থেকে জুনিয়র। জুনিয়রদের শুধুই শুভেচ্ছা জানাতে চাই। এর বাইরে আমার তেমন কিছু বলার নেই। ক্যাটরিনা যা করছে হয়তো তার জন্য ভালো, আর আমি যা করেছি সেটা আমার জন্য ভালো।”

এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়েছিল—জন আব্রাহামের প্রসঙ্গ এড়িয়ে গেলেও ক্যাটরিনা কাইফকে খুব সহজভাবে নিতে প্রস্তুত ছিলেন না বিপাশা বসু।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন