চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মোছাঃ দেলোয়ারা খাতুনের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি ২০০৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছর টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেষণে কর্মরত থাকলেও চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করেছেন।
বিগত আওয়ামীলীগের সুবিধা নিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু ব্যক্তিকে আর্থিক সুবিধা দিয়ে ম্যানেজ করে তাঁর উপস্থিতি ও স্বাক্ষর প্রদর্শন করা হয়েছে। ফলে চৌহালী উপজেলাবাসী তাঁদের প্রাপ্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি অন্য জেলায় দীর্ঘদিন ধরে সেবা প্রদান করেছেন অথচ নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
২০০৫-২০২০ সাল অব্ধি টাংগাইল জেনারেল হাসপাতালে প্রেষণে থাকার পর ২০২০ সালে প্রেষণ বাতিল করা হয়! কিন্ত তার পর থেকে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে জয়েন করলেও সে কর্মস্থলে বেশিরভাগ সময় অনুপস্থিত থাকে!
এ ঘটনায় চৌহালী উপজেলার ভুক্তভোগী জনগণ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জমা দেওয়া এই দরখাস্তে তাঁরা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।