Home » চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ব্রাঙ্কো, রামসডেল ও জাপানের সাগাগুচি

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ব্রাঙ্কো, রামসডেল ও জাপানের সাগাগুচি

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক ✍️

চলতি বছর চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি
পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
গবেষণায় তারা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ‘নিরাপত্তা প্রহরী’ রেগুলেটরি কোষগুলো চিহ্নিত করেছেন, যা ইমিউন সিস্টেমকে শরীরের নিজস্ব টিস্যু আক্রমণ করা থেকে বিরত রাখে।

নোবেল কমিটির চেয়ারম্যান ওলে ক্যামপো বলেন, “এই আবিষ্কারগুলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা বোঝার ক্ষেত্রে এক মাইলফলক।”

banner

বিজয়ীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা) পুরস্কার অর্থ, যা যৌথভাবে ভাগ করে নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন