গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা:
গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক বিকম শিখা দত্ত দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে নানা সমস্যায় ভুগছেন। তাঁর সুচিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে। সাংবাদিক বিকম শিখা দত্ত জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই পরিস্থিতিতে তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক আবেদন জানিয়েছেন। তাঁর মোবাইল নম্বর ০১৭৭৪ ৪৭ ৫৫ ৫৯- তে যোগাযোগ করে সাহায্য পাঠানো যাবে।
এদিকে, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সাংবাদিক বিকম শিখা দত্তকে তাঁর সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কালামানিক দেব, সাংগঠনিক সম্পাদক রতন ঘোষ, সাহিত্য সম্পাদক এ টি এম সাজ্জাদ হোসেন সাবু প্রমুখ। ফোরামের নেতৃবৃন্দ বিকম শিখা দত্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সমাজের সকল স্তরের মানুষকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।