গাঁজায় ইসরায়েলী হামলা ও ভারতে নির্বিচারে মুসলমান হত্যার প্রতিবাদে হ্নীলায় তৌহিদী জনতার বিক্ষোভমিছিল।
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)
ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরায়েলী বোমা হামলা ও ভারতে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে টেকনাফের হ্নীলায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ ইফতার ও মাগরিবের নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে হাজার হাজার জনতার বিক্ষোভ মিছিল টি হ্নীলা বাসস্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হ্নীলা বাসস্টেশনের চৌরাস্তার মোড়ে পথ সভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিলোত্তর পথসভায় বক্তব্য রাখেন হাফেজ এনামুল হক মন্জুর, মাওঃ আবুবকর ছিদ্দিক। বক্তারা বলেছেন বিশ্বব্যাপী মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে,পবিত্র রমজান মাসেও যুদ্ধ বিরতি চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েলী নর পিসাসদের বোমা হামলায় শত শত মুসলিম নারী,পুরুষ শিশু হত্যা করে আবারো প্রমাণ করেছেন ইয়াহুদী নসরারা মুসলমানদের সব চাইতে বড় দুশমন,একই সাথে ভারতে ও একের পর এক নির্বিচারে মুসলমান হত্যার মিশন চলছে।
এদের বিরুদ্ধে রুখে দাড়াতে সারা বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যের বিকল্প নেই।
গাঁজায় ইসরায়েলী হামলা ও ভারতে নির্বিচারে মুসলমান হত্যার প্রতিবাদে হ্নীলায় তৌহিদী জনতার বিক্ষোভমিছিল।
22
পূর্ববর্তী পোস্ট