Home » গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মীরা, ভোগান্তিতে গ্রাহক

গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মীরা, ভোগান্তিতে গ্রাহক

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা:

চার দফা দাবিতে গণছুটিতে গেছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। কর্মী না থাকায় বিভিন্ন স্থানে বিকল হয়ে পড়া মিটার, ট্রান্সফরমার মেরামত করা যাচ্ছে না। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। এ অবস্থায় স্থানীয় বিদ্যুৎ দপ্তরের ডিজিএম আব্দুর রহমান নিজে মাঠে নেমে জরুরি ত্রুটি মেরামত ও সংযোগ চালু রাখার চেষ্টা করছেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে–আরইবি-পবিস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, সব চুক্তিভিত্তিক কর্মীকে নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুসারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।
সরেজমিন দেখা যায়, অফিসের প্রধান ফটক তালাবদ্ধ। কর্মকর্তা-কর্মচারীরা কেউ কর্মস্থলে নেই। বিদ্যুৎসংক্রান্ত জরুরি সেবা নিতে আসা গ্রাহকরা ফিরে যাচ্ছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ অফিস বন্ধ থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। কারও মিটার নষ্ট, কারও বিদ্যুৎ বিল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, অনেকের নতুন সংযোগের কাজ ঝুলে গেছে।

 

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন