তৃণমূলের সংবাদ ডেস্ক:
জামায়াত ইসলামের আমির ডা. শফিকুল রহমান সোমবার পাহাড়ে চলমান অস্থিরতার পেছনে কোনো ক্রীড়নক থাকলে তা চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন।
ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, “এগুলো কীসের লক্ষণ? হঠাৎ করে পাহাড়ে এমন অস্থিরতার পেছনে কারা আছে? অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের পেছনে কোনো ক্রীড়নক থাকলে তাকেও খুঁজে বের করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, খাগড়াছড়ি অখণ্ড বাংলাদেশেরই অংশ এবং জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
শফিকুল রহমানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানা যায়, রবিবার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ধর্ষণের অভিযোগে প্রতিবাদী আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত এবং ১৬ জন আহত হন, যার মধ্যে একজন মেজর। সংঘর্ষের সময় স্থানীয় বাজার ও দোকানপাটে অগ্নিসংযোগ ও গুলির ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।