তৃণমূলের সংবাদ ডেস্ক
বাংলাদেশে পাহাড়িদের বাড়িঘরে সেনাবাহিনীর আগুন লাগানোর দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি মূলত মিয়ানমারের। রিউমার স্ক্যানার এ তথ্য শনাক্ত করেছে।
রিউমার স্ক্যানারের ফেক্টচেক অনুসন্ধান টিম জানিয়েছে, খাগড়াছড়ি নিয়ে একের পর এক গুজব শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিটি মূলত ২০১৬ সালে মিয়ানমারের একটি ঘটনার।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে, বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধের পাশাপাশি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বও রয়েছে।
তাদের অনুসন্ধানে বলা হয়েছে, “গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, খাগড়াছড়ির পরিস্থিতি ও বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে গুজব এবং ভুয়া তথ্য প্রচার বেড়েছে।”
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।