Home » সিরাজগঞ্জে মোটর সাইকেল ধাক্কায় শিশু স্কুল ছাত্রী নিহত

সিরাজগঞ্জে মোটর সাইকেল ধাক্কায় শিশু স্কুল ছাত্রী নিহত

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে এসিআই মিলের সন্নিকটে মটোর সাইকেলের ধাক্কায় শিশু ছাত্রী হাবিবা খাতুন (০৯) নিহত হয়েছে। সে ওই গ্রামের জামায়াত নেতা আব্দুল মজিদের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই ছাত্রী দোকান থেকে সদাই নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তাকে উল্লেখিত স্থানে হাটিকুমরুলগামী মটোর সাইকেল ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে এবং ভর্তির কিছুক্ষণ পর সে মারা যায়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় তার লাশ দাফনের নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার সকালে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন