Home » কর্মচারীর বিরুদ্ধে মামলা

কর্মচারীর বিরুদ্ধে মামলা

তাড়াশে ডিলারের বিরুদ্ধে চুরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে শয্যভান্ডার খ্যাত তাড়াশ উপজেলার বিভিন্ন ¯’ানে রোপা আমন চাষাবাদ
শেষ হয়েছে। এ চাষাবাদে টিএসপি সারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। আর
সারের ঘাটতির সুযোগ নিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে
বিএডিসির ডিলারের বির“দ্ধে। এ ঘটনায় তাড়াশ থানায় মামলাও হয়েছে। সংশ্লিষ্ট
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে ডিলার রজত ঘোষের গুদামের ১৩
বস্তা টিএসপি সার উল্লাপাড়া উপজেলার কুচিয়ামারা বাজারে বিক্রির জন্য
নেয়া হ”িছল। এ সার দেখে ¯’ানীয়দের সন্দেহ হওয়ায় সারের ভ্যান থানায় নিয়ে
আসেন। এ ব্যাপারে ্ধসঢ়;ওইদিন রাতে রজত ঘোষের সারের দোকানের কর্মচারী
মুর্শিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযোগ রয়েছে ডিলার রজত ঘোষের
তাড়াশ পৌর শহরের বাজারে সার বিক্রির বড় গুদাম ঘর ও দোকান রয়েছে। কিš‘ তিনি
একই এলাকার মাধাইনগর বাজারে সার গুদাম করে রেখে দেন। ওই বাজার থেকে তিনি
দীর্ঘদিন ধরে বেশি দামে সার বিক্রি করে আসছেন। ডিলার রজত ঘোষ বলেন,
দোকানের কর্মচারি মুর্শিদ চুরি করে বেশি দামে পাশের উপজেলায় সার বিক্রির
চেষ্টা করে এবং তার বির“দ্ধে থানায় মামলা করা হয়েছে। ¯’ানীয় কৃষকেরা জানান,
এমনিতেই রোপা আমন আবাদের সময় টিএসপি সারের খুব সংকট। ডিলার রজত
ঘোষের দোকান বন্ধ থাকায় সার পা”িছ না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ
শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, ডিলার রজত ঘোষ নীতিমালা বহির্ভূতভাবে সার বিক্রির
চেষ্টা করে এবং সারগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর
রহমান বলেন, ওই দোকানের কর্মচারীর নামে মামলা হয়েছে। এ মামলাটি এখন
তদন্তধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন