সিরাজগঞ্জ শহরের ই বি রোড নিবাসী কাওয়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা সুলতানা (ওরফে সবার প্রিয় শামীমা আপা) গতকাল ২৫/৮/২০২৫ ইং তারিখ রোজ সোমবার ঢাকার স্কয়ার হসপিটালে আইসিইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার স্বামী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এ্যাডভোকেট আনিছুর রহমান। রত্নগর্ভা মরহুমার দুটি সন্তানের মধ্যে একজন নিউরো সার্জারী হিসেবে লন্ডনের একটি খ্যাতনামা হসপিটালে কর্মরত আছেন (ডা. সৈকত), অন্যজন বারডেম মেডিকেল কলেজ হসপিটালে শেষ বর্ষে অধ্যয়নরত আছে (সৌরভ)। মরহুমা শামীমা সুলতানা “তৃণমূলের সংবাদ ডটকম” অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মানবাধিকার কর্মী এ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকারের সহধর্মীনি মিসেস রাবেয়া সুলতানা (জবা)-এর সবার বড় বোন। যিনি রাবেয়া সুলতানাকে ছোটবেলা থেকে মেয়ের আদর দিয়ে মৃত মা-বাবার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব নিয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ গড়ে তোলেন। মরহুমা শামীমা সুলতানা জীবদ্দশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তার মৃত বাবা মরহুম এফাজ উদ্দিন মাষ্টারের আদর্শে নিজেকে গড়ে তোলেন এবং পুরো পরিবারের ১০ ভাই-বোনের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি শুধু পরিবারের মধ্যেই নয় তার আত্মীয়-স্বজন এবং সহকর্মীদের মধ্যে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে তার দুটি কৃতি সন্তান সহ মরহুম এফাজ উদ্দিন মাষ্টারের পরিবারের অপর সদস্যরা অভিভাবকশূণ্য হলো, যা কখনো পূরণ হবার নয়। মরহুমার নামাজে জানাযা অদ্য ২৬/৮/২০২৫ ইং তারিখ রোজ মোঙ্গলবার বাদ আছর কালীবাড়ী কড়িতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমার বড় ছেলে ডাঃ শামীমুল ইসলাম (সৈকত) সকাল ১০টায় ঢাকায় শাহজালাল বিমান বন্দরে লন্ডন থেকে অবতরণ করবে এবং মায়ের জানাযায় অংশ নেবে।
মরহুমার মৃত্যুতে তৃণমূলের সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং সেই সাথে মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি।