Home » উল্লাপাড়ায় নৌকা বাইচের সংঘর্ষের ঘটনায় আহত ১৫

উল্লাপাড়ায় নৌকা বাইচের সংঘর্ষের ঘটনায় আহত ১৫

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা এলাকায় করতোয়া নদীতে আয়োজিত
নৌকাবাইচে বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আহত হয়েছে
কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা
হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত সোনতলা এলাকার করতোয়া নদীতে নৌকাবাইচে
পাবনার আমিনপুরের শাড়ীর ভিটা এক্সপ্রেস ও উল্লাপাড়ার নিউ একতা এক্সপ্রেস পানসি

অংশ নেয়। এ প্রতিযোগিতার একপর্যায়ে নৌকা দুটি পাশাপাশি হলে উভয় পক্ষের
বাইচালরা ক্ষুব্ধ হয় এবং ওই ২ নৌকার বাইচালের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের
কমপক্ষে ১৫ জন আহত হয়। নৌকা বাইচ কমিটির সদস্যরা বলছেন, নৌকা বাইচ
চলাকালে ওই ২ পানসি পাশাপাশি চেপে যাওয়ায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ দ্র“ত ঘটনা¯’লে
গিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এলাকায় এখনও উত্তেজনা চলছে বলে
সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন