Home » ইতিমধ্যেই পুলিশের তদন্ত শুরু কামারখন্দে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

ইতিমধ্যেই পুলিশের তদন্ত শুরু কামারখন্দে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

 

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের এক অসহায় পরিবারের জমি
অবৈধভাবে দখলের চেষ্টা করছে প্রতিবেশীরা। তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে
বাঁশের বেড়া দিয়ে এ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে
প্রকাশ, উক্ত গ্রামের নাসিমা আক্তারের জমি অবৈধভাবে দখল করে প্রতিবেশি
মৃত কোরবান আলী প্রামানিকের ছেলে সোলাইমান হোসেন গং। এ জমি
বিষয়ে আদালতে মামলা থাকা সত্ত্বেও তারা বাশেঁর বেড়া দিয়ে দখল করার চেষ্টা করছে।
এমনকি বিজ্ঞ আদালত থেকে নিষেধাজ্ঞা দেয়া হলেও এ জমি দখলের চেষ্টা করায় ওই
অসহায় পরিবারসহ এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অসহায়
নাসিমা আক্তার ¯’ানীয় মাতব্বরদের ওই জমি দখলের চেষ্টা এবং আদালতে মামলার
বিষয়টি অবগত করেন। কিš‘ তাদের অবগত করেও অজ্ঞাত কারণে কাজে আসেনি।
এরআগে নাসিমা আক্তার ন্যায় বিচারের আশায় আদালতে দার¯’ হন এবং আদালতে
মামলা বিচারাধীন থাকা অব¯’ায় ওই জমিতে কোন প্রকার ¯’াপনা, বেড়া বা ভোগ
দখলে অ¯’ায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এ নিষেধাজ্ঞা অমান্য করে তারা জমিতে
অবৈধভাবে বাঁশের বেড়া দিয়েছে। এতে নাসিমা আক্তারের পরিবার এ জমি নিয়ে
এখন দুশ্চিন্তায় অব¯’ান করছেন। অবশেষে ভ’ক্তভোগী ওই নাসিমা আক্তার এ বিষয়ে
কামারখন্দ থানার ওসি বরাবর উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ
করেন। এ লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে। এ
ঘটনা তদন্তকারী অফিসার ওই থানার এএসআই মাসুদ এ প্রতিবেদককে বলেন, ওসি
মহোদয়ের নির্দেশে অভিযোগ তদন্ত শুরু করেছি। ইতিমধ্যেই প্রতিপক্ষকে এ
অবৈধ বাঁশের বেড়া তুলে নিতে বলা হয়েছে। ওসি আব্দুল লতিফ বলেন, এ ঘটনা
তদন্ত স্বার্থে আইনগত ব্যব¯’া নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন