তৃণমূলের সংবাদ ডেস্ক:
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ, তাদের নিয়ে ডিপফেক ভিডিও প্রচার করে মানহানি ও গোপনীয়তার লঙ্ঘন করা হয়েছে।
মামলায় তারা চার লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি এমন ডিপফেক ভিডিও প্রচার রোধে স্থায়ী নিষেধাজ্ঞারও আবেদন করেছেন।
একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ইউটিউবে শত শত লিঙ্ক ও স্ক্রিনশটে এআই-নির্ভর ভিডিওতে তাদের ভুয়া ও যৌন উসকানিমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—“অভিষেক বচ্চন হঠাৎ কোনো অভিনেত্রীকে চুম্বন করছেন” বা “ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন”—এমন মনগড়া ভিডিও।
তারকা দম্পতির দাবি, এসব ভিডিও কেবল তাদের সুনাম ক্ষুণ্ণ করছে না, বরং মৌলিক গোপনীয়তার অধিকারেরও গুরুতর লঙ্ঘন করছে।