Home » আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 2 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রার্থী দিয়েছে। নির্বাচনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি কর্মীদের এখন থেকেই মাঠে নেমে সর্বশক্তি দিয়ে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনার সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটি মিলনায়তনে মহানগরী ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বীনকে জাতীয় সংসদে পাঠানোর জন্য এ সময়ই সবচেয়ে উপযুক্ত। যারা একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের এখনই দেশের জন্য নতুন করে ভূমিকা রাখতে হবে।

‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্মৃতিচারণ করেন। এসময় খুলনার ছাত্রশিবিরের সাবেক নেতা আমিনুল ইসলাম বিমান, মুন্সী আব্দুল হালিম, আমানুল্লাহ আমান, শেখ রহমত আলী, আবুল কাশেম পাঠান ও সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের অবদান উল্লেখ করে বলেন—তাদের ত্যাগ আমাদের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল অধ্যায়।

banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। পরিচালনা করেন সেক্রেটারি রাকিব হাসান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরী ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতারা।

নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার

তিনি বলেন, “জাতীয় নির্বাচন সামনে। জামায়াত ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনের কত আগে ছুটি নিয়ে এলাকায় কাজ করা যাবে। এটি আমাদের জন্য মোক্ষম সময়।”

তিনি আরও বলেন, মুসলমানদের সামনে ৫৪ বছরের মধ্যে ইসলামী আন্দোলনের শক্তিকে পার্লামেন্টে নেওয়ার এতো বড় সুযোগ আর আসেনি। এ আন্দোলনের বিজয়ের জন্য কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে।

ক্ষমতাকে আল্লাহর দান উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার দম্ভ দেখানো উচিত নয়। কার হাতে ক্ষমতা যাবে সেটি আল্লাহর ইচ্ছার বিষয়।

পৃথিবীর ৯১টি দেশে পিআর ব্যবস্থা চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জন্য কোনটি উপযুক্ত—সে বিষয়ে খোলামেলা আলোচনা হতে পারে।

কর্মীদের প্রতি আহ্বান

মিয়া গোলাম পরওয়ার বলেন, “খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে শিবিরের রক্ত ঝরেছে, সেসব স্থানই ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। ছাত্রজীবনে অর্জিত শিক্ষা যেন সারাজীবন কাজে লাগে।”

তিনি আরও বলেন, জীবনে দুটি সিদ্ধান্ত—বিয়ে ও পেশা—সঠিকভাবে নিতে পারলে প্রতিকূলতাও মোকাবিলা করা যায়। ছাত্রজীবনে যারা দায়িত্বশীল ছিলেন, তারা আগামী নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন।

তিনি কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত চাকরি বা পেশার পাশাপাশি নির্বাচনি কার্যক্রমে যুক্ত থাকার চেষ্টা করুন। প্রয়োজনে যে এলাকায় বেশি কাজের প্রয়োজন, সেখানে সময় দিন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন