Home » আওয়ামী লীগের পর এখন বিএনপির বেদখলে শালুয়াভিটা নদী

আওয়ামী লীগের পর এখন বিএনপির বেদখলে শালুয়াভিটা নদী

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক

সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা বাজার ব্রিজের দক্ষিণ পাশে নদীর মাঝখানে জাল ও বানা দিয়ে অবৈধভাবে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীরা। এতে শত শত জেলে তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ শিকারের সুযোগ থেকে বঞ্চিত হয়ে পড়েছে। ফলে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে জেলে পরিবারের।

স্থানীয়রা জানান, নদীর পানির স্বাভাবিক প্রবাহে বাঁধা সৃষ্টি করে সারা বছরই মাছ চাষ করছে দখলদাররা। এ ঘটনায় জেলেদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিলেও দখলদাররা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছে না।

banner

তথ্য অনুসন্ধানে জানা যায়, পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ এ নদী দখল করে মাছ চাষ করতো। তখন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি অবগত হয়ে কয়েক দফা মোবাইল কোর্ট পরিচালনা করে জাল অপসারণ করেছিলেন। এতে কিছুদিনের জন্য জেলেদের স্বস্তি ফিরেছিল।

তবে বর্তমানে একই কায়দায় খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী দলের কর্মীরা নদী দখল করে মাছ চাষ করছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন এ ব্যাপারে নিরব ভূমিকা পালন করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, এতে প্রশাসনের যোগসাজশ থাকতে পারে।

এছাড়া সদর উপজেলার ছাতিয়ানতলী মোড়গ্রামে কারিগরি কলেজের প্রবেশ পথের ব্রিজের নিচে নেট দিয়ে বাঁধ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বরোপিট দখল করে মাছ চাষ করছে বিএনপির নেতাকর্মীরা। ফলে সেখানকার জেলেরা একইভাবে বঞ্চিত হচ্ছেন মাছ শিকার থেকে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে করণীয় জানতে চাইলে তিনি হোয়াটসঅ্যাপে জানান, অচিরেই মোবাইল কোর্ট পরিচালনা করে নদী ও বরোপিট জেলেদের জন্য অবমুক্ত করা হবে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন