Home » সিরাজগঞ্জের অসুস্থ প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

সিরাজগঞ্জের অসুস্থ প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

0 মন্তব্য গুলি 11 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি পশ্চিমপাড়া গ্রামের প্রতিবন্ধী শাকিলের (২৫) পাশে দাঁড়ালেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মির্জা মোস্তফা জামান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত যুবকের পরিবার আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এ কারণে প্রতিবন্ধী অসুস্থ ছেলেকে চিকিৎসা দিতে পারছে না। ওই যুবকের ওজন বর্তমানে প্রায় ৭ কেজি। এ সংবাদে জেলা বিএনপির ওই নেতা তাদের খোঁজখবর নেন। বুধবার দুপুরে তিনি তার গ্রামের বাড়ি যান এবং তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। সেইসাথে একটি মেডিকেল টিম শাকিলের বাড়িতে উপস্থিত হয়ে চিকিৎসার পরামর্শ দেন। এ সময় বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশায় জেলা বিএনপির পক্ষ থেকে ওই অসহায় অসুস্থ প্রতিবন্ধী যুবকের পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়াতে এসেছি এবং দলের পক্ষ থেকে সবসময় এ অসহায় পরিবারের পাশে থাকবো। সেইসাথে জেলা প্রশাসন, বিত্তশালী, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে শাকিলের চিকিৎসা এবং প্রতিবন্ধী ছেলের মা অসহায় শাহিদা খাতুনকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় জেলা বিএনপি’র নেতা ডাঃ এম এ লতিফ, মিলন ইসলাম খান, নিয়ামুল হাকিম সাজু, খোরশেদ আলম মিন্টু, জিন্নাহ সরদার, ফাহিম আহমেদ, জাকির হোসেন, আকাশ খন্দকার, তাইবুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন