Home » সিরাজগঞ্জে পৌর আড়তে খুচরা কাঁচামাল বিক্রি বন্ধের সিদ্ধান্ত স্থগিত

সিরাজগঞ্জে পৌর আড়তে খুচরা কাঁচামাল বিক্রি বন্ধের সিদ্ধান্ত স্থগিত

ভোক্তাদের মাঝে ফিরে এসেছে স্বস্তি

0 মন্তব্য গুলি 186 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ পৌরসভার আড়ত থেকে খুচরা কাঁচামাল বিক্রি বন্ধ সিদ্ধান্তের ঘোষণা স্থগিত করা হয়েছে। অবশেষে কয়েক ঘন্টার মধ্যে এ সিদ্ধান্ত স্থগিত করায় ভোক্তাদের মাঝে ফিরে এসেছে স্বস্থি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত পৌর আড়তের খুচরা কাঁচামাল বিক্রি বন্ধের বিষয়ে পৌর আড়ত প্রতিনিধিদের নিয়ে বৃহস্প্রতিবার বিকেলে পৌরসভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ওই আড়তের খুচরা কাঁচামাল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। পৌরসভার এমন সিদ্ধান্ত নিয়ে ভোক্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ ভোক্তারা পৌরসভার এ সিদ্ধান্তকে বে-আইনী বলেও দাবী করে। পৌরসভার ওই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে অনেকেই অভিযোগ করেন। এমনকি এ নিয়ে আইনী বিষয়েও আলোচনা উঠে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের বিশেষ নির্দেশে উল্লেখিত সিদ্ধান্ত স্থগিত করেছে পৌর কর্তৃপক্ষ। এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এবং ওইদিন রাতেই এ সিদ্ধান্ত পৌর কর্তৃপক্ষ স্থগিত করেছেন বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন