Home » হাইকোর্টের আদেশ ৪৫ মিনিট পর চেম্বার আদালতে স্থগিত

হাইকোর্টের আদেশ ৪৫ মিনিট পর চেম্বার আদালতে স্থগিত

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 2 মিনিট পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন দুই মাস স্থগিত করতে হাইকোর্টের দেওয়া আদেশ ৪৫ মিনিট পর স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব গতকাল সোমবার বিকেলে ওই স্থগিতাদেশ দেন।
এর আগে, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট গতকাল বিকেল পৌনে ৪টার দিকে ডাকসু নির্বাচনের কার্যক্রম ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে রুলসহ আদেশ দেন। আদেশের ১৫ দিনের মধ্যে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিষয়ে তদন্ত করে ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে আদেশ দেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালকে।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ওই আদেশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে হাতে লিখে চেম্বার আদালতে আবেদন করা হয়।

এতে বলা হয়, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সিএমপি (বিবিধ) আবেদন করা হবে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিধায় হাইকোর্টের আদেশটি স্থগিত করা হোক। শুনানির পর হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। বিকেল সাড়ে ৪টার দিকে ৪৫ মিনিটের মধ্যে চেম্বার আদালতে আটকে যায় হাইকোর্টের আদেশ।
চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিতের পর আইনজীবী শিশির মনির বলেন, এই অন্তর্বর্তী আদেশের ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন প্রক্রিয়া চলতে কোনো বাধা থাকল না। জানতে চাইলে শিশির মনির বলেন, রিট আবেদনকারী নির্বাচন স্থগিতের নির্দেশনা চাননি।

শুনানিতে যা হলো
গত ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। গত বছর ৫ আগস্টের আগে এস এম ফরহাদ ‘ছাত্রলীগের কমিটিতে’ ছিলেন। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের জিএস প্রার্থী হলেন। এ প্রশ্ন তুলে তাঁর প্রার্থিতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট করা হয়। তিন বাম ছাত্র সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এ আবেদন করেন। ফরহাদ ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

banner

ষড়যন্ত্র বলছেন শিক্ষার্থীরা
ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের প্রতিক্রিয়ায় গতকাল কিছু সময়ের জন্য
উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পরে চেম্বার আদালতের স্থগিত করায় পরিস্থিতি শান্ত হয়। তবে ডাকসু নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠন, স্বতন্ত্র প্রার্থী এবং শিক্ষার্থীরা।
স্থগিতের ঘটনা জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হল, ফজলুল হক মুসলিম হল থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। কিছুক্ষণ পর পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বরে আসেন। পরে আদেশ স্থগিত হওয়ার সিদ্ধান্ত এলে সবাই চলে যান।

অন্যদিকে, এই আদেশের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান 
কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের, ছাত্র
অধিকার পরিষদের প্যানেলের জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিনসহ স্বতন্ত্র সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। এছাড়া ছাত্রদল মিছিল এবং ছাত্রশিবির ও উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সংবাদ সম্মেলন করেছে।

“সুত্র: দৈনিক সমকাল”

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন