Home » সিরাজগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ

সিরাজগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ

২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0 মন্তব্য গুলি 8 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি ওভারপাসের নিচে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার ঠাকুর টেক বনবাড়িয়া হাটখোলা গ্রামের আকাশ শেখ (১৮) ও সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আসিফ হোসেন (১৯)। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ৯৮০ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন