বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর দিয়ারপাড়া গ্রামে অভিযান
চালিয়ে ১২৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ চাল উদ্ধার করায় জনমনে
স্ব¯ি’ ফিরে এসেছে। কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত
করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যারাতে ওই
গ্রামের আব্দুল মমিন তালুকদারের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার
ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার নেতৃত্বে
অভিযান চালানো হয়। এ অভিযনে ওই বাড়ির ২টি গুদাম ঘর থেকে উল্লেখিত
চালের বস্তা উদ্ধার করা হয়। এ সময় সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তাও
পাওয়া গেছে। এসব খালি বস্তার চাল প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে বলে ওসি
এলএসডি শনাক্ত করেছেন। এ অভিযানের সময় ওই গুদাম মালিককে পাওয়া
যায়নি। তবে অভিযুক্ত গুদাম মালিকের বিরুদ্ধে ওসি এলএসডিকে আইনগত
ব্যব¯’া গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সেইসাথে উদ্ধার করা মালামালসহ
দুটি গোডাউন সিলগালা করা হয়েছে এবং স্থানীয় সোনামুখী ইউপি
মেম্বার আসাদুল ইসলাম খানের জিম্মায় রাখা হয়েছে বলে তিনি উল্লেখ
করেন।
সিরাজগঞ্জে ১২৫ বস্তা সরকারি চাল উদ্ধার গুদাম সিলগালা
5
পূর্ববর্তী পোস্ট