Home » সিরাজগঞ্জে হতদরিদ্রদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ

সিরাজগঞ্জে হতদরিদ্রদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে  সুবিধাবঞ্চিত হতদরিদ্র
উপকারভোগী নারীদের মাঝে ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি)
কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। এ চালের বেশিরভাগ বস্তাতেই পচা, দুর্গন্ধ
ও পোকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার
ওই উপজেলার সবকয়টি ইউনিয়নের উপকারভোগীর মধ্যে এসব চাল বিতরণ করা
হয়েছে। এরমধ্যে ধামাইনগর ইউনিয়নের ২০২ জন উপকারভোগীর মধ্যে
ভিডাব্লিউবি কর্মসূচির ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ করা চালের
বেশিরভাগই ছিল পচা, দুর্গন্ধযুক্ত এবং পোকা ধরা। এসব চাল নেওয়ার পর ক্ষোভ
প্রকাশ করেন উপকারভোগী সদস্যরা। অনেক ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্য
এ পচা চাল বিতরণের বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে
ইতিমধ্যেই জানানো হয়েছে। ইতিমধ্যেই পচা ও পোকা ধরা এ চাল বিতরন করায়
এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবশ্য এ বিষয়ে সংশ্লিষ্ট
উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে
আইনগত ব্যব¯’া নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন