বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর তত্বাবধানে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে কাজিপুর উপজেলার চরাঞ্চলে বাহাদুরের ঘাট ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ হয়েছে। জনস্বার্থে এ ব্রিজ বাস্তবায়ন হওয়ায় চরাঞ্চলবাসীর উন্নয়নে আরো একধাপ এগিয়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার চরাঞ্চলের নাটোয়ারপাড়া ইউনিয়ন ও চরগিরিশ ইউনিয়ন ভায়া রঘুনাথপুর বাজার সড়কের (বাহাদুরের ঘাট) জনস্বার্থে এ ব্রিজ নির্মাণের জন্য সরকার ২০২২/২৩ অর্থ বছরে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়। সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহবান করে। এ দরপত্রে সরকারি বিধিমতে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচিত হন। কাজিপুর উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েতুল ইসলাম বলেন, নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান যথাসময়ে এ ব্রিজ নির্মানের কাজ শুরু করে। এ কাজ শুরুর কিছুদিন পর ব্রিজের ডিজাইন ও দৈর্ঘ্য নিয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়। পরবর্তীতে এলজিইডি’র সে সময়ের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান এবং সিরাজগঞ্জ এলজিইডির সে সময়ের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ওই ব্রিজ নির্মাণ এলাকা পরিদর্শন করেন। এ পরিদর্শনে ব্রিজটির দৈর্ঘ্য ৯৬ মিটার থেকে ২১০ মিটার দৈর্ঘ্যর এ ব্রিজ নির্মাণের নির্দেশনা দেয়া হয় এবং নির্মাণ কাজে কিছু ব্যয় বরাদ্ধ বাড়িয়ে দেন। চরাঞ্চলে এ ব্রিজ নির্মাণ কাজে নানা রকম সমস্যার সৃষ্টি হলেও এলজিইডি নির্বাহী প্রকৌশলীর তত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। উপজেলা প্রকৌশল বিভাগ কঠোর তদারকি করেছে এবং এ প্রকল্পের কাজ উর্ধতন কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন। এরআগে তৎকালীন সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম এ প্রকল্পের কাজও দেখাশোনা করেছেন। এ কারণে এ প্রকল্প বাস্তবায়নে কোন অনিয়ম দূর্ণীতির আশ্রয় নেয়া হয়নি। ইতিমধ্যেই এ প্রকল্পের কাজ প্রায় ৯৯% শেষ হয়েছে এবং আগামী ডিসেম্বর মাসে এ ব্রিজ উদ্বোধন করা হবে। তবে এ ব্রিজের উপর দিয়ে ইতিমধ্যেই চলাচল শুরু হয়েছে চরাঞ্চলবাসীর। এ ব্রিজটি নির্মাণ হওয়ায় চরাঞ্চলের কাজিপুর, বগুড়ার ধনট, শেরপুর, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের যোগাযোগ বাড়তে শুরু করছে। বিশেষ করে তারাকান্দি সার কারখানার সাথে এ অঞ্চলের ব্যবসায়ীদের যোগাযোগে সময় ও আর্থিক ব্যয় কম হবে এবং ওই সড়ক যোগাযোগেও চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দুঃখ কষ্টও দূর হয়েছে। এছাড়া এ ব্রিজ নির্মাণ হওয়ায় চরাঞ্চলবাসীর ভাগ্য উন্নয়নের আরো এক ধাপ এগিয়ে। এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান বলেন, অল্পদিন হলো এ জেলায় যোগদান করেছি। তবে চরাঞ্চলে ওই ব্রিজ নির্মাণ প্রকল্প কাজের বিষয়ে জেনেছি। এ ব্রিজ নির্মাণ হওয়ায় চরাঞ্চলবাসীর দূঃখ দূর্দশা দূর হয়েছে এবং উন্নয়নের পথ আরো এক ধাপ এগিয়ে চরাঞ্চলবাসী। আগামী ডিসেম্বর মাসে এ ব্রিজ উদ্বোধন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সিরাজগঞ্জে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে বাহাদুরের ঘাট ব্রিজ নির্মাণ কাজ শেষ
চরাঞ্চলবাসীর উন্নয়নে এক ধাপ এগিয়ে
12
পূর্ববর্তী পোস্ট